রোজভ্যালিকাণ্ডে এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করল ইডি৷ যদিও এই বিষয় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
রোজভ্যালিকাণ্ডে তলব করা হয়েছিল কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে৷
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে আসেন৷ এবং বিকেল সাড়ে তিনটা নাগাদ বেরিয়ে যান৷ এদিন প্রায় ৫ ঘন্টা তাঁকে জিঞ্জাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময়, এই বিষয় তাকে প্রশ্ন করা হলে, তিনি কোনও প্রতিক্রিয়া দেননি৷
সূত্রের খবর, রোজভ্যালির বিরুদ্ধে ২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি চিঠি লিখেছিলেন আবু হাসেম খান চৌধুরী৷ কিন্তু তার কয়েক মাস পরে তিনি ওই চিঠি প্রত্যাহার করে নেন৷ এই নিয়ে পরে প্রশ্ন উঠে, রোজভ্যালির বিরুদ্ধে চিঠি দিয়েও কেন তা প্রত্যাহার করে নেন৷ এর পিছনে কি কারণ রয়েছে৷ তা জানতেই মঙ্গলবার তাকে ইডি জিঞ্জাসাবাদ করে৷
অন্যদিকে মঙ্গলবার কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ তাঁর পার্ক স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা৷ সিবিআই-এর ওই টিমে ছিলেন এক মহিলা আধিকারিকও৷
আইপিএস দময়ন্তী সেন যখন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন, তখন তার কাছে রোজভ্যালি বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছিল৷ সেই বিষয় জানতেই এদিন কলকাতা পুলিশের বর্তমান অতিরিক্ত কমিশনার (৩)-কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর৷
এর আগে গত সোমবার রোজভ্যালিকাণ্ডে বন্দর বিভাগের ডেপুটি কমিশনার ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ যদিও ওই মামলার সঙ্গে তিনি সরাসরি যুক্ত নন৷ কিন্তু রোজভ্যালির আর্থিক দুর্নীতির সময় সিআইডি আধিকারিক হিসেবে ছিলেন ওয়াকার রাজা৷ সেই সময় তাঁর ভূমিকা কি ছিল,তা জানার জন্যই সোমবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷