দেশে করোনা সংক্রমণের সূচনা পর্ব থেকে মোদী সরকারকে (Modi Govt) কাঠগড়ায় দাঁড় করিয়ে আসছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু এবার ‘করোনার এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে রাজনীতি করছে কংগ্রেস’- এমনটাই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে নাড্ডা অভিযোগ করলেন কংগ্রেসের প্রথম সারির নেতারা ভুয়ো খবর ছড়াচ্ছেন। তার জন্যই যে সব নেতারা কাজ করছেন, তাদের পরিশ্রম বৃথা যাচ্ছে।
সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি লিখে নাড্ডা এদিন বলেন, ‘করোনার এই পরিস্থিতির মধ্যে কংগ্রেসের আচরণে আমি চমকে গিয়েছি, তবে অবাক হচ্ছি না। আপনার দলের কিছু নেতা করোনা পরিস্থিতির মধ্যে দারুণ কাজ করছে, কিন্তু প্রথম সারির কয়েকজন নেতার মিথ্যা প্রচার এবং ভুয়ো খবর ছড়ানোর জন্য, তাঁদের কঠোর পরিশ্রম বৃথা হচ্ছে। ‘ তিনি আরও লেখেন, ‘গোটা ভারত যখন করোনার এহেন পরিস্থিতি মোকাবিলায় লড়াই করছে, তখন কংগ্রেস আতঙ্ক ছড়ানো বন্ধ করার পাশাপাশি, রাজনীতির স্বার্থে বিরোধীদের আচরন বন্ধ করবে, এটাই আশা ছিল, কিন্তু আদতে তা হল না’।
এখানেই থেমে না থেকে নাড্ডা, সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জে ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘অনেক বিজেপি শাসিত রাজ্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেখানে আমার বিশ্বাস যে আপনাদের অধীনে যে রাজ্যগুলি আছে, তারাও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে।’ উল্লেখ্য, গোটা দেশ জুড়ে যখন বিপর্যস্ত স্বাস্থ্য পরিকাঠামো, তখন বিজেপির সর্বভারতীয় সভাপতির এহেন চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
জানিয়ে দি, গত বছর করোনার প্রথম ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নামতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে, তবে দ্বিতীয় তরঙ্গের ধাক্কার মধ্যে তাঁকে তেমন ভাবে বাইরে বেরোতে দেখা যায়নি তাঁকে। তবে কংগ্রেসের নীচু তোলার কর্মীরা যথেষ্ট কাজ করার চেষ্টা করলেও, প্রথম সারির নেতারা কার্যত গৃহবন্দী। যেখানে প্রথম ঢেউয়ে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছেন, সেখানে দ্বিতীয় ঢেউয়ে তাঁর ‘আশানুরূপ’ লড়াইয়ের ময়দানে দেখা না যাওয়া নিয়েও সমালোচনা করছে একাধিক মহল।