পরিবারতন্ত্রের কারণে দেশে শেষ হয়ে যাচ্ছে কংগ্রেস : অমিত শাহ

শুধুমাত্র পুদুচেরিতেই নয়, বংশ পরম্পরা ও পরিবারতন্ত্রের কারণে সমগ্র দেশে শেষ হয়ে যাচ্ছে কংগ্রেস। রবিবার পুদুচেরির কারাইকালের জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কারাইকালে নির্বাচনী জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, “নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, এবারের নির্বাচনে পুদুচেরিতে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠন হতে চলেছে। পুদুচেরির এই ভূমি অনেক পবিত্র। মহাকবি সুব্রহ্মণ্যম ভারতী এখানে দীর্ঘকাল কাটিয়েছিলেন, শ্রী অরবিন্দ যখন তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলেন, তখন পুদুচেরিকে পছন্দ করে এখান থেকেই ভবিষ্যতের জীবন যাত্রা শুরু করেছিলেন। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, পুদুচেরি যাতে দেশের মডেল রাজ্যে উন্নীত হয়। পুদুচেরির সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রধানমন্ত্রী ১১৫-র বেশি প্রকল্প এখানে প্রেরিত করে বিকাশের জন্য উদ্যোগী হয়েছেন। কিন্তু, এখানকার সরকার এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হতে দেয়নি।”
সম্প্রতি পুদুচেরিতে আস্থা ভোটে হেরে যায় ভি নারায়ণস্বামী সরকার। এ প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস অভিযোগ করছে, পুদুচেরিতে তাঁদের সরকারের পতনের জন্য দায়ী বিজেপি। আরে আপনারা এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছিলেন যিনি নিজের সর্বোচ্চ নেতাদের সামনে ট্রান্সলেশনেও মিথ্যে কথা বলেন। কত বড় বড় নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন, কিন্তু কংগ্রেস পার্টি শুধুমাত্র পুদুচেরিতেই নয়, বংশ পরম্পরা এবং পরিবারতন্ত্রের কারণে গোটা দেশে শেষ হয়ে যাচ্ছে।” স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুদুচেরিতে লাগামছাড়া দুর্নীতি করেছে নারায়ণস্বামী সরকার। এখানকার বিকাশের জন্য ১৫,০০০ কোটি টাকা পাঠিয়েছিল ভারত সরকার, আপনাদের গ্রামে কী সেই টাকা পৌঁছেছে? গান্ধী পরিবারের সেবার জন্য সেই ১৫,০০০ কোটি টাকা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে নারায়ণস্বামী সরকার।”স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুদুচেরির সার্বিক বিকাশের জন্য অনেক কাজ করেছে কেন্দ্রীয় সরকার। খুব সম্প্রতি ২৫ ফেব্রুয়ারি, সমুদ্র তীরে বসবাসকারী মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি ছোট বন্দরের ভুমিপুজো করেছেন। এই বন্দর ২০০৯ থেকে বন্ধ ছিল, খুব শীঘ্রই তা শুরু হয়ে যাবে।” পুদুচেরির জনগণকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, “আমি পুদুচেরির জনগণকে প্রশ্ন করতে চাই-যেই দলের নেতা চার-বার লোকসভার সাংসদ আছেন, তাঁর এটাও জানা নেই দু’বছর আগে দেশে মৎস্য পালন বিভাগ শুরু হয়ে গিয়েছে। সেই দল কী পুদুচেরির কল্যাণ করতে পারবে? আমি পুদুচেরির জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা এনডিএ সরকারকে ক্ষমতায় আনুন, ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর যখন হবে তখন এখানে সমস্ত দরিদ্রদের ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.