করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে কলকাতা ও দুই ২৪ পরগনা-রাজ্য প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে। শুধুমাত্র কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২ হাজার ৫০৩ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে গত ২৪ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ৮৬৫ জন। মোট আক্রান্ত প্রায় ৯৭ হাজার। এরপরই স্থান দক্ষিণ ২৪ পরগনার। সেখানে দৈনিক সংক্রমণ ২০০-এর সামান্য বেশি। কিন্তু সেখানে আবার মৃতের সংখ্যাটা চিন্তা বাড়াচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩,৫২৮ জন। রাজ্যের মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৯১ জন।
বুধবার রাতে প্রকাশিত বুলেটিনে, পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতা ১৫ জন, উত্তর ২৪ পরগনা ১১ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ১০ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,১৭২ জন। অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪,৭৫২ জন। রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৬৭ জন। সুস্থতার হার ৯২.৯৫ শতাংশ।