গত ৩ মাস যাবৎ বেতন পাচ্ছেন না রাজ্যের সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকরা। এই ঘটনার প্রতিবাদে স্কুল কম্পিউটার শিক্ষকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল আইসিটি কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দ্বারস্থ হয়েছে। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর নাকতলা বাসভবনে গিয়ে তারা সমস্যার কথা জানান।
কম্পিউটার শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে জানানো হয় সরকারি নির্দেশিকা অনুযায়ী তাদের ১৩ হাজার টাকা বেতন পাওয়ার কথা। কিন্তু কম্পিউটার শিক্ষক নিয়োগ কারী দুই সংস্থা ইনফ্রাস্ট্রাকচার লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বা (আই এল এন্ড এফ এস) ও এক্সট্রা মার্কস এডুকেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সেই নির্দেশিকা কোনওভাবেই মানছে না।
সরকারি নির্দেশিকা মেনে ১৩ হাজার টাকা বেতন না দিয়ে, পুরোনো বেতনক্রম চালু রেখেছে তারা। বর্তমানে ওই শিক্ষকরা মাত্র চার হাজার ৯০০ টাকা বেতন। বহুবার ওই দুই কোম্পানিকে বলা সত্বেও কোনও হেলদোল না হওয়ায় গত ৩ মাস যাবৎ বেতন নেওয়া বন্ধ করেছেন তারা। এবার সরাসরি শিক্ষামন্ত্রী দ্বারস্থ হয়ে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন স্কুল কম্পিউটার শিক্ষকরা। আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংস্থা দুটিকে ডেকে এ বিষয়ে কড়া অবস্থান নেবেন বলে আশ্বাস দিয়েছেন ওই শিক্ষকদের।
এর আগেও ওই দুই সংস্থার সঙ্গে স্কুল কম্পিউটার শিক্ষকদের বিবাদের ঘটনা ঘটেছে এই বেতন কাঠামো নিয়েই। সে যাত্রায় শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীকে জানিয়ে কোনও ফল পাননি তারা। এবারও সেই শিক্ষামন্ত্রীর আশ্বাসের দিকেই তাকিয়ে তারা। বর্তমানে রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার।