আলোচনার বিকল্প স্থান কোথায়, জটিলতা বাড়ছে জিবি বৈঠকে

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি পড়ল ষষ্ঠ দিনে৷ নিজেদের সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী ডাক্তাররা৷ অপরদিকে, ডাক্তারদের দাবি মেনে এনআরএসে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এই অবস্থায় আলোচনার জন্য বিকল্পের জায়গার সন্ধান চলছে ডুনিয়র ডাক্তারদের জেরারেল বডির বৈঠকে৷

নিরাপত্তার দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা৷ গত মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা৷ সবমর্মিতার হাত বাড়িয়ে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে৷ বেহাল সরকারি চিকিৎসা পরিষেবা৷ ডাক্তারদের দাবি মেনে নেওয়ার প্রশানিক আশ্বাসেও কাজে আসেনি৷ চরম হয়রানির শিকার রোগীরা৷ ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুও হয়েছে৷

পরিষেবা সচল করতে মুখ্যমন্ত্রী ‘এসমা’ জারির হুমকিতেও অবস্থার বদল হয়নি৷ উপরোন্তু বেড়েছে জটিলতা৷ অনির্দিষ্টকালের কর্মবিরতিতেই অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে অপমানিত সিনিয়র চিকিৎসকরাও গণ ইস্তফার পথ বেছে নিয়েছেন৷

এই পরিস্থিতিতে শুক্র ও শনিবার নবান্নে আন্দোলনকারী প্রতিনিধিদের আলোচনায় ডাকেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু লাভ হয়নি৷ চিঁড়ে ভেজেনি পাঁচ সিনিয়র ডাক্তারের মধ্যস্থতার কৌশলেও৷ নবান্নে কোনও আলোচনা নয়৷ মুখ্যমন্ত্রীকেই আসতে হহে এনআরএসে৷ সেখানেই সর্ব সমক্ষে আলোচনার প্রস্তাব দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের তরফে৷

কিন্তু, আনআরএসে গিয়ে কথা বলতে রাজি হন নি রাজ্যের প্রশানিক প্রধান৷ সরকারি পদক্ষেপেই তা স্পষ্ট৷ তবে সমস্যা সমাধানে রাজি উভয় পক্ষই৷ মুখ্যমন্ত্রী শনিবারই সাংবাদিক বৈঠতে জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে যদি কথা বলতে নাও চায়, সে ক্ষেত্রে রাজ্যপাল, স্বাস্থ্যসচিবের সঙ্গেও কথা বলতে পারেন আন্দোলনকারীরা৷ আলোচনাই সাধানের মূল পথ৷ কিন্তু কোথায় হবে তা? সূত্রের খবর, তানিয়েই আলোচনা চলছে জিবি বৈঠকে৷

জানা গিয়েছে, আন্দোলকারীদের অনেকের মতে রাজভবনে হোক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা৷ রাজ্যের সাংবিধানির প্রধানের জায়গা থেকেই বেড়িয়ে আসবে সমাধানের পথ৷ ইতিমধ্যেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা চালু করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ তাঁর আলোচনা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গেও৷ এই অবস্থায় তাই তাঁর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হলে আপত্তির কিছু থাকবে না৷

অনেকেই আবার বলছেন, তৃতীয় কোনও নিরপেক্ষ জায়গায় হোক আলোচনা৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা আন্দোলনকারী, কোনও পক্ষেরই যেতে অসুবিধা থাকবে না৷ দ্রুত আলোচনার মাধ্যমেই ফের কাজে যোগ দিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা৷বিকল্প জায়গার খোঁজেই জোর আলোচনা চলছে এনআরএসের অ্যাজমেনিস্ট্রেটিভ বিল্ডিং-এ জনুনিয়র ডাক্তারদের জিবি বৈঠকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.