করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবার কড়া পদক্ষেপ করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলবে এই লকডাউন।জানা গিয়েছে, ‘শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাজ্যে এবার সম্পূর্ণ লকডাউন থাকবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮২৪, যা এক দিনে সর্বাধিক। এখনও পর্যন্ত এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮২ হাজার ৮৪৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। ফলে যোগীরাজ্যে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৯৪৩-এ। এই মুহূর্তে উত্তরপ্রদেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪১ জন।এর আগে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে সরকারকে তিরস্কার করে। বলা হয়, ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের ৫ শহর এলাহাবাদ, লখনউ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে কড়া বিধিনিষেধ জারি করা উচিত। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
2021-04-29