বিদ্যাসাগর মূর্তি ভাঙ্গার বিষয়টা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হলো। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হলো সোমবার। কমিটিতে আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা, জাভেদ শামীম এবং বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল।
লোকসভা ভোটের শেষ দফার ঠিক আগে, স্বরাষ্ট্র সচিবের পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্যই পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।
চলতি মাসের ১৪ তারিখে কলকাতায় অমিত শাহ-র রোড শো ও প্রচার সভার শেষে বিদ্যাসাগর কলেজের একটি মূর্তি ভাঙা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় শহরে। অভিযোগ ওঠে, ভেঙে ফেলা হয়েছে বিদ্যাসাগরের প্লাস্টার অব প্যারিসের মূর্তি। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রায় ৫০টিরও বেশি ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করে। তবে এখনও পর্যন্ত ওই কলেজের কোনও সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ পায়নি। কলেজ কর্তৃপক্ষের কথায়, পুরনো একটি অভিযোগের তদন্তের স্বার্থে সিসি ক্যামেরাগুলি যে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকত, তার ‘হার্ড ডিস্ক’ পুলিশকে দিয়েছিলেন তাঁরা। নতুন করে আরও কোনও হার্ড ডিস্ক লাগানো হয়নি।
ঘটনায় তৃণমূল তীব্র আক্রমণ করে বিজেপিকে। দাবি করে, বাংলার ঐতিহ্য নষ্ট করতে উদ্যত বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে তৃণমূলের দিকে পাল্টা আঙুল তোলা হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মতোই মোদীও অভিযোগ করেন,, কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ‘তৃণমূলের গুন্ডারা’।