বীরভূমের বিতর্কিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। সিউড়িতে প্রিসাইডিং অফিসারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই রিপোর্ট তলব করা হয়েছে। বীরভূমের জেলাশাসককে কমিশনের কাছে অবিলম্বে এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
সোমবারই সংবাদমাধ্যমকে অনুব্রত বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের দিয়ে ভোট করে নেব৷’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে বিরোধীরা কমিশনে অভিযোগ জানান। তার প্রেক্ষিতেই রিপোর্ট তলব করা হয়েছে। সূত্রের খবর, ফের শোকজ করা হতে পারে অনুব্রতকে।
কিছুদিন আগেও বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে শোকজ করেছিল কমিশন। লাভপুরে তৃণমূলের একটি সভায় তিনি ভোটে নকুলদানা দেওয়ার নির্দেশ দলীয় কর্মীদের দিয়েছিলেন। তার সেই মন্তব্যের বিরুদ্ধে বিরোধীরা কমিশনে অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়েই অনুব্রতকে শোকজ করেছিল কমিশন। শোকজের জবাবে অনুব্রত জানান, নকুলদানা পুজোর অন্যতম উপকরণ। সেই জন্য তিনি নকুলদানার কথা বলেছেন। তবে, অনুব্রতের এই সাফাইয়ে সন্তুষ্ট হয়নি কমিশন। এর আগে ২০১৬-র বিধানসভা নির্বাচনে অনুব্রতকে নজরবন্দি করে রেখেছিল কমিশন। এবারও তেমন কিছু কমিশন করবে কি না, সেদিকে নজর রাখছেন বিরোধীরা।