করোনা আবহে এ বছর আর কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে না৷ এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তবে যেভাবে অনলাইন ক্লাস চলছিল,তা চলবে৷ বাড়ানো হল কলেজে প্রথম বর্ষের ভর্তির সময়সীমা৷
রবিবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানেই উঠে আসে কবে খোলা হবে কলেজ, বিশ্ববিদ্যালয়৷ তাছাড়া সেমিস্টার পরীক্ষাও অনলাইনে নেওয়ার ভাবনা৷
বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান,করোনা পরিস্থিতিতে ডিসেম্বর মাসেও রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয়৷ আগামী বছর জানুয়ারি মাসে আবার উপাচার্যদের সঙ্গে রিভিউ বৈঠক করা হবে৷ ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কবে থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে৷
এদিন তিনি আরও জানিয়েছেন, যেসব কলেজে প্রথম বর্ষের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সেই সব কলেজে ভর্তি নেওয়া যাবে৷ তবে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
লকডাউন ও করোনার জেরে বন্ধ রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়৷ গত মার্চ মাস থেকে রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ হয়ে যায়৷