ইরানে ভয়াবহ করোনা আক্রান্তের পরিস্থিতি | দেশের মন্ত্রী পর্যন্ত আক্রান্ত সেখানে | এমনকি বিপর্যয় মোকাবিলাতে ব্রিটেন,ফ্রান্স ও জার্মানি পাঁচ লক্ষ ইউরো অনুদান দেয় ইতিমধ্যেই| করোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ উড়ান | ফলে আটকে পড়েছেন নানা দেশের নাগরিকেরা | এর আগেও বর্ধমানের আরেকজন আটকে গিয়েছিলেন খোদ চিনেই | আবারও একই ঘটনার পুনরাবৃত্তি | এবার ইরান | সংক্রমণের ভয়ে বিমান চলাচল বন্ধ হওয়ার জন্যই চরম বিপাকে সেই সব নাগরিকেরা |
এ রাজ্যের দুই বাসিন্দা আটকে রয়েছেন তাদের সঙ্গে | ইরানের তেহরানে চাকরি করতে গিয়েছিলেন দুর্গাপুরের ২০ নং ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিকাশ দাস । তেহেরান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই পারন্দ শহরে একটি ফ্ল্যাটে থাকেন ।
ওই ফ্ল্যাটে মোট ১৫ জন ভারতীয় সহ ২৫ জন থাকে । বাকিরা পাকিস্তান ও নেপালের নাগরিক । করোনা ভাইরাসের জেরে তেহরান বিমানবন্দর থেকে যাবতীয় উড়ান বন্ধ । ফলে ওই ফ্ল্যাটেই আটকে পড়েছেন বিকাশ সহ বাকিরা । যোগাযোগ বলতে শুধু মোবাইলে বাড়ীর লোকের সঙ্গে কথা হচ্ছে ।
অন্যদিকে দুর্গাপুরে ছেলের জন্য গভীর দুশ্চিন্তায় বিকাশের বাবা ও মা । বাবা বিষ্ণুপদ দাস ও মা রীনা দাস দ্বারস্থ হয়েছেন মহকুমা শাসকের । তাঁদের আর্তি,প্রশাসন কোন উপায়ে ছেলেকে ফিরিয়ে আনুক । বিকাশকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন দুর্গাপুর নগর নিগমের ২ নং বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার । তিনি জানান যে দাস পরিবারের পাশে তিনি সর্বোতভাবে আছেন । তিনি এও জানান যে প্রশাসনের কাছে চিঠি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশকে দেশে ফেরানোর অনুরোধ জানাবেন ।