নারদ কাণ্ডে রাজ্যের নেতা মন্ত্রীদের গ্রেফতারের ঘটনা নিয়ে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। দুপুরে তা রণক্ষেত্রের চেহারা নিল সিবিআই দফতর নিজাম প্যালেসের সামনে। সিবিআই দফতরের দিকে ইট-বোতল বৃষ্টি শুরু করেন কয়েকশ তৃণমূল সমর্থক।
এই পরিস্থিতিতে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের আদালতে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করছে সিবিআই। তাই ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার ভার্চুয়াল শুনানি হবে। শুধুমাত্র আইনজীবীরা আদালতে গিয়ে কাগজপত্র জমা দেবেন। আর নিজাম প্যালেসে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেবেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়।