ভাটপাড়া ফাঁড়ি থানায় উন্নীত হবে। আজ সকালেই সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা পুলিশ কর্তাদের অনেকের। তার আগেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া। চলল যথেচ্ছ বোমা গুলি। মৃত্যু হল একজনের। ঘায়েল হয়েছেন চারজন। পুলিশ জানিয়েছে নিহতের নাম রামবাবু সাউ(২৬)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটপাড়া বিধানসভার উপ নির্বাচন ঘিরে গত ১৯ মে থেকে তেতে ওঠে ভাটপাড়া। শুরু হয় বিজেপি ও তৃণমূলের তুমুল সংঘর্ষ। ভাঙচুর, বোমাবাজি, গুলিবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা তল্লাট। পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা বারবার পরিস্থিতি সামাল দিলেও গত এক মাস ধরেই জারি রয়েছে অশান্তি। যখনতখন বোমাবাজি, গুলিবৃষ্টি দস্তুর হয়ে পড়েছে কাঁকিনাড়া-ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকায়।
আজও সকাল ন’টা নাগাদ গণ্ডগোলের সূত্রপাত হয়। পুলিশসূত্রে জানা গিয়েছে, রিলায়েন্স জুটমিলের সামনে দু দল সমাজবিরোধীর মধ্যে অশান্তি শুরু হয়। তারপরেই মুড়ি মুড়কির মতো বোমা পড়তে শুরু করে এলাকায়। গুলির লড়াইও চলে বলে দাবি পুলিশের। রিলায়েন্স জুটমিলের গেট থেকে ভাটপাড়া ফাঁড়ির দূরত্ব আনুমানিক ৩০০ মিটার। আজই আনুষ্ঠানিকভাবে থানা হওয়ার অনুষ্টান রয়েছে সেখানে। দুপুর বারোটায় সেই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের একাধিক পুলিশ অফিসারের যোগ দেওয়ার কথা ছিল। তার আগে ভাটপাড়া থানা লক্ষ্য করে বোমা গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরুতে লাঠি নিয়ে ধেয়ে যায় পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু তাতেও দুষ্কৃতীদের দমাতে না পেরে প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি বলেই পুলিশের দাবি। নিহত রামবাবু সাউও নিজেদের মধ্যে বোমাবাজির সময় মারা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।