একাধিক দাবি নিয়ে ট্যাক্সি ধর্মঘটে যাচ্ছে সিটু। মঙ্গলবার থেকে ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার ফেডারেশন। তাদের ২০ হাজার ট্যাক্সি শ্রমিক রাস্তায় চলবেন না বলেই সংগঠনের তরফে জানানো হয়েছে।
বেশকিছু দাবি নিয়ে তাঁদের এই আন্দোলন বলে জানিয়েছে সিটু নেতৃত্ব। সিটু অনুমোদিত ট্যাক্সি সংগঠনের মূলত সাতটি দাবি। প্রথমত, ট্যাক্সি চালকের মৃত্যু হলে ৫ লক্ষ টাকা সরকারি ক্ষতিপুরণের পাশাপাশি, পরিবারের এক জনের চাকরির ব্যবস্থা সরকারকে করতে হবে।
দ্বিতীয়ত, মোটর ভেহিকলস অ্যাক্ট ২০১৯ খারিজ করা। এই অ্যাক্টে যে জরিমানার তালিকা দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। তৃতীয়ত, মিটারে ট্যাক্সির ভাড়া উঠলেই ৩০ টাকার বদলে ৪০ টাকা করতে হবে। ওয়েটিং চার্জ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকার প্রস্তাব করেছে সিটু। চতুর্থত, পুলিশি জুলুমবাজি বন্ধ করতে হবে। এছাড়াও, আরও বেশ কিছু দাবি সহ মোট সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নামছেন তারা।
হলুদ ট্যাক্সির পাশাপাশি, মঙ্গলবার থেকে আগামী ৪৮ ঘন্টা পথে নামবে না ১৫ হাজার ওলা,-উবের ট্যাক্সি। তারাও পুলিশের জুলুম এবং মোটর ভেহিকলস অ্যাক্ট বাতিলের দাবিতে সিটুর ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে।
সব মিলিয়ে ধর্মঘটে সামিল গাড়ির সংখ্যা প্রায় ৩৫ হাজারের মতো হতে পারে বলে সংগঠন সূত্রের খবর। এই বিরাট ট্যাক্সি পরিষেবায় শহর কলকাতার যাত্রী পরিবহন ক্ষমতা দৈনিক প্রায় এক লাখ। এই বিরাট অঙ্কের মানুষকে পরিবহন সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ, আগামীকাল থেকে বড়সড় ভোগান্তির সম্মুখীন হতে চলেছে তিলোত্তমা নগরী।