৩৭০ ধারা প্রত্যাহার থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন।
একের পর এক রাজনৈতিক ইস্যু নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ভারত-পাক বিরোধিতা চরমে। ঠিক সেই সময় এক পাক মহিলাকে ভারতের নাগরিকত্ব প্রদান করে নয়া দৃষ্টান্ত গড়ল কেন্দ্রীয় সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা পুঞ্চতে এক ভারতীয় যুবকের সঙ্গে বিয়ে হয় পাকিস্তানের এক মহিলার। সোমবার ওই পাকিস্তানী মহিলাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। ভারতীয় ওই যুবকের নাম মহম্মদ তাজ এবং পাক ওই মহিলার নাম খাতিজা পারভিন।
জানা গিয়েছে, পুঞ্চ জেলার উন্নয়ন কমিশনার রাহুল যাদব সোমবার মহম্মদ তাজের স্ত্রী খাতিজা পারভিনকে ভারতীয় নাগরিকত্ব বিষয়ক শংসাপত্রটি তাঁর হাতে তুলে দেন।
সূত্রের খবর, পাকিস্তানে জন্মগ্রহণকারী খাতিজা পারভিনকে ভারতের নাগরিকত্ব আইন, ১৯৫৫ এর ৫ (১) (গ) ধারায়, কোনও ভারতীয়ের সঙ্গে বিবাহের ভিত্তিতে তাঁকেও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে আনন্দিত ঐ দম্পতি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি।