প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অন্তর্গত একাধিক প্রকল্পের রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সকল প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ২০৪ কোটি টাকা। উত্তরপ্রদেশের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এই প্রকল্প যে কার্যকারী ভূমিকা পালন করবে তার ওপর আলোকপাত করতে গিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে, তা সাধুবাদযোগ্য। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে বিভিন্ন গ্রামের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপন করা গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ উত্তরপ্রদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। প্রতিটা গ্রামে কমন সার্ভিস সেন্টার এবং গ্রামীণ সচিবালয় গড়ে তোলার ফলে জনগণের অভাব অভিযোগ শোনার পাশাপাশি ব্যাংকিং, বিদ্যুতায়ন এবং অন্য পরিষেবা সংক্রান্ত কাজ সম্প্রসারিত করা গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরে রাজ্যের ৪৫ টি জেলার পঞ্চায়েত প্রধানের সঙ্গে বৈঠক করেন।
2020-11-29