আবারও দেবীপক্ষের আগেই পুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে, ওইদিনই মহালায়া। ঠিক এর আগের দিন উত্তর কলকাতার (Kolkata) জোড়াসাঁকো বিধানসভার চালতাবাগান লোহাপট্টি সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই মর্মে ক্লাব কর্তারা জোরকদমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রচার শুরু করে দিয়েছেন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানিয়েছেন পুজো কমিটির অন্যতম সদস্য সৌম্য বক্সী।
মুখ্যমন্ত্রীর কাছে দেবীপক্ষের আগে পুজোর উদ্বোধন কোনও নতুন বিষয় নয়। গতবছরও মহালয়ার আগের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। যা নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছিল। কিন্তু মমতা আছেন মমতাতেই! যাবতীয় সমালোচনা সত্ত্বেও এবারও মহালয়ার ঠিক একদিন আগেই চালতাবাগানের শারদ উৎসবের সূচনা করবেন তিনি।
নীল রায়