উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রধান বিচারতির অ্যাকাউন্ট হল হ্যাক, এমনটাই দাবি করা হয়েছে। এই মামলায় অভিযোগের আঙুলটি উঠেছে বাংলার ছেলে বিরুদ্ধে। অভিযোগ, চলতি বছরেই উচ্চ মাধ্যমিক দেবে এই ছেলে উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছিল।
প্রধান বিচারপতির অভিযোগের ভিত্তিতে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার মল্লিতল পুলিশ স্টেশনে মামলা দায়ের হয় ৪১৯/৪২০ আইপিসি ধারায়। মামলা দায়ের হওয়ার পরেই পুলিশে তদন্ত শুরু করে। এই তদন্তের অধীনে সামনে এলো বাংলার বসিরহাটের বেগম পুর হাই স্কুলের ছাত্র রাজিবুল মিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ, অভিযুক্ত উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার পরে অ্যাকাউন্ট থেকে বহু পোস্ট ডিলিট করে দেয়।
এদিকে, রাজিবুলের খোঁজ পাওয়ার পরেই অবশেষে চলতি সপ্তাহ বুধবারে বসিরহাট পুলিশের সহযোগিতায় নৈনিতাল পুলিশ রাজিবুলকে গ্রেফতার করে। জানা গেছে, রাজিবুলকে উত্তরাখণ্ডে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে। রাজিবুলের এই কর্মকাণ্ডে আর কোনো স্কুল পড়ুয়া যুক্ত আছে কিনা, তা খোঁজ চালানো হচ্ছে। একইসঙ্গে, এই ধরণের পদক্ষেপ শুধুমাত্র জনপ্রিয়তার খাতিরে না অন্য কোনো কারণে নেওয়া হয়েছে, সেই ব্যাপারেও তদন্ত চালানো হচ্ছে।
2022-07-22