প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শাল জঙ্গলের মাঝখানে গড়ে ওঠা ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে গত মার্চ মাস থেকে প্রায় সাড়ে পাঁচ মাস কোনও দর্শক নেইl তাই কোলাহলহীন পার্কে খোশমেজাজে দিন কাটছে আবাসিক জীবজন্তুদের। দর্শক আনাগোনার বিরতিতে এই সময় তাদের কোনো রকম বিরক্তি নেইl ফুরফুরে মেজাজে নিজেদের মতো করে পার্কে রয়েছে তারাl
করোনার কারণে জঙ্গলমহল পর্যটনের অন্যতম দর্শনীয় এই পার্কটি গত মার্চ মাস থেকে বন্ধ রেখেছে বন বিভাগ। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে ধবনি বিটের পাকা রাস্তার পাশে বন বিভাগের উদ্যোগে গড়ে ওঠা এই জুলজিক্যাল পার্কে রয়েছে বাঘ, হায়না, লেপার্ড, নীলগাই, নেকড়ে, শেয়াল, ভালুক, হনুমান, বানর এবং একশর বেশি চিতল হরিণl এছাড়াও চিড়িয়াখানাটিতে বিভিন্ন প্রজাতির পাখি কুমির ইত্যাদি রয়েছে। গত বছর থেকে দর্শকদের জন্য বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছেl ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলেইচি জানান, জুলজিক্যাল পার্কের জীবজন্তু সব খোশমেজাজেই রয়েছে। করোনা আবহে মার্চ মাস থেকে দর্শক সমাগম বন্ধ রাখা হয়েছেl পুনরায় খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নিl