স্বরূপনগর ব্লকের অন্তর্গত চারঘাট পঞ্চায়েত উন্নয়ন থেকে আজও অবহেলিত। বর্তমানে সামান্য বৃষ্টি হলেও জল জমে থাকে পঞ্চায়েতের সামনে। এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের তৎপরতা নেই। নেই কোনও হেলদোল। বর্তমানে পঞ্চায়েতের সামনে শোচনীয় পরিস্থিতি তাঁর কাছে গুরুত্বপূর্ণ বিষয় না বলে অবহেলা করে চলেছেন দিনের পর দিন।
নিত্যযাত্রীদের যাতায়াতের অসুবিধা হলেও মনে মনে নীরব প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। আবার কেউ জল কাদা এড়িয়ে যাওয়ার জন্য দোকান ঘরের ওপর দিয়ে চালাচ্ছেন তাঁদের সাইকেল আর বাইক। এরকম দৃশ্য ভালো লাগলেও মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
ম
মানুষ এত সব চিন্তা ভাবনা করে রাস্তায় চলেন না, তাই এই সব বিষয়কে কেউ আর পরোয়া করেন না। কিন্তু দুর্ঘটনা ঘটে যাবার পর কপালে চিন্তার ভাঁজ পড়ে সবার। দোকানদারদের অসুবিধা নেই, কারণ বর্ষা এলেই জল কাদা জমতেই পারে রাস্তার উপরে। কিন্তু বর্তমান সমাজ অবাস্তবিক রূপ মেনে নেবে কী করে! এই অবাস্তবিক রূপকে বাস্তবিক রূপে পরিণত করার জন্য সরগম হয়েছে চারঘাট গ্রামবাসীদের একাংশ।
বাপ্পাই দত্ত