পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ২০১৯ সালের ‘ফাজিল’ পরীক্ষায় প্রথম শেখ হাবিবুল্লাহ। উল্লেখ্য, ‘ফাজিল’ হল মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির সমতুল্য। প্রসঙ্গত, সম্প্রতি একে একে বিভিন্ন ইংরেজি বোর্ড ও মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আগামী ১৯ মে ফল বের হবে দ্বাদশ শ্রেণির ফলাফল। এরই মধ্যে আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের দ্বাদশ শ্রেণির সমতুল্য পরীক্ষা ‘ফাজিল’-এর ফল প্রকাশিত হল। এই পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করলেন শেখ হাবিবুল্লাহ।
মেধাবী ছাত্রটি হুগলির কুমির মোড়া বাজারের শান্তিনগর গ্রামের বাসিন্দা। স্বভাবতই এত ভালো ফল করায় খুশি সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রের মা রাকিবা বেগম ও বাবা শেখ আব্দুল হালিম।