জানুয়ারি মাসের গোড়াতেই বাংলার চিটফান্ড তদন্তের জন্য একাধিক বদল সেরে ফেলেছিল সিবিআই। এবার জানা গেল সারদা, নারদ এবং রোজভ্যালি মামলার তিন তদন্তকারী অফিসারকে কলকাতা ইউনিট থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সরিয়ে দেওয়া হয়েছে আরও এক ডিএসপি পদমর্যাদার অফিসারকে।
সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে সরিয়ে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
প্রথম থেকেই সারদার তদন্তকারী অফিসার ছিলেন তথাগত বর্ধন।
কয়েক মাস আগে যখন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন চলছে, বারবার সিবিআইয়ের টিম রাজীবের পার্কস্ট্রিটের বাড়িতে হানা দিচ্ছিল, সেই সময়েও ওই দলের নেতৃত্বে ছিলেন তথাগত বর্ধন।
২০১৯-এর গোড়াতেই রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার হিসেবে সিবিআইয়ের কলকাতা ইউনিটে পাঠানো হয়েছিল চোজম শেরপাকে। এই মহিলা অফিসার আসার পর রোজভ্যালি তদন্তে একাধিক জিজ্ঞাসাবাদ হয়েছে। জানা গিয়েছে, এই তদন্তকারী অফসারকে পাঠানো হয়েছে ভুবনেশ্বরে। তাঁর সঙ্গেই কলকাতা থেকে অন্যত্র পাঠানো হয়েছে রোজভ্যালি মামলার অন্যতম তদন্তকারী ডিএসপি ব্রতীন ঘোষালকে। নারদ মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত সিনহাকেও কলকাতা থেকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে।