শনিবার সন্ধ্যার দিকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ। আকাশে মেঘের পরিমান ৫০ শতাংশ। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ওডিশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সঙ্গে চলতি সপ্তাহের আর্দ্র আবহাওয়ার জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে শহরের উপর তার জেরেই বৃষ্টি হতে পারে।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শনিবার তা কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার ২৬ ডিগ্রি থেকে শুক্রবারে কমে ২৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ২২.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় ৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।
আজ ফের বৃষ্টির হলে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। ফলে সকালের দিকে কয়েকদিন ঠান্ডা ভাব থাকবে। পূর্বাভাস অনুসারে চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির মধ্যে। বৃষ্টি হয়েছে উপকূলের জেলাতেও । উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতেও বৃষ্টি হতে পারে। পাহাড়ে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সমস্ত জেলাতেই রয়েছে।