নজরে বাংলা। এবার নেতাজি সুভাষচন্দ্র বসির ১২৫তম জন্মবার্ষিকী পালনে কমিটি তৈরি করল কেন্দ্রীয় সরকার। বছরভর নানা অনুষ্ঠান পালনের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপনের ভাবনা কেন্দ্রের। ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন থেকেই শুরু অনুষ্ঠান। ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তৈরি ওই কমিটি তৈরি করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাখির চোখ একুশের ভোট। বঙ্গবাসীর মন পেতে চেষ্টার কসুর করছে না গেরুয়া শিবির। বিধানসভা ভোটের আগে জন সমর্থন আরও বাড়ানোর লক্ষ্যে বিজেপি। সংস্কৃতিমনষ্ক বাঙালি মনের আরও কাছে আসতে সাংস্কৃতিক কর্মসূচিই হতে পারে মূল ‘হাতিয়ার’, এটা ভালোই বুঝেছেন মোদী-শাহরা। ২০২১-র ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। ওই দিন থেকেই সারা বাংলাব্যাপী নানা অনুষ্ঠান পালনের পরিকল্পনা কেন্দ্রের।
কেন্দ্রের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরাট ভূমিকাকে কৃতজ্ঞতা জানিয়ে এক বছর ব্যাপী উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য কেন্দ্রের তরফে প্রকাশিত বিবৃতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন।
সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘নেতাজী সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার ১২৫তম জন্ম জয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি’’।