আর মাত্র ২৬ দিন পর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এরই মধ্যে রাজ্যে আসছে আরও ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় দুই কোম্পানি, উত্তর ২৪ পরগনা ও কলকাতা মিলিয়ে একটি কোম্পানি, মুর্শিদাবাদ ও মালদা মিলিয়ে এক কোম্পানি, পূর্ব মেদিনীপুরে এক কোম্পানি। উত্তর দিনাজপুরে এক কোম্পানি, বীরভূমের মহম্মদ বাজারে এক কোম্পানি টহলদারি করবে। লোকসভা ভোটের আগে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারি করবে তারা। এছাড়াও প্রতি জেলার রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয় থানার সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার থাকবেন। তবে রুট চেনানো ছাড়া তিনি আর কোনও নির্দেশ দিতে পারবেন না। এছাড়াও প্রতিদিনের রুটমার্চের ভিডিও সন্ধ্যে ৬টার পর কমিশনে জমা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
2019-03-15