রাজীব কুমারকে খুঁজে পাওয়ার পথ বাতলালেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷ তাঁর মতে দিদিকে বলোতে ফোন করলেই রাজীব কুমারের খোঁজ পাবে সিবিআই৷ বেশি কষ্ট করতে হবে না৷
উত্তর ২৪ পরগনার মাতারাঙ্গী এলাকায় একটি সমাজসেবী সংস্থার বস্ত্রদান শিবির অনুষ্ঠানে এসে এভাবেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন এই বিজেপি নেতা৷
তাঁর মতে তৃণমূলের উচ্চপদস্থ নেতাদের উপর নজর রাখলেই রাজীব কুমারের গতিবিধি জানা যাবে৷ তৃণমূলই জানে কোথায় রয়েছেন রাজীব কুমার৷ এদিন তিনি বলেন এন.আর.সি নিয়ে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে৷
তৃণমূল ও রাজ্য সরকার অপপ্রচার করছে এন.আর.সি নিয়ে৷ এতে ভয় পাওয়ার কিছু নেই, একজন হিন্দুও দেশের বাইরে যাবেন না।
সায়ন্তনের দাবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হবে৷ তারপর এন.আর.সি হবে৷ তৃণমূলের বিরোধিতা সত্বেও নাগরিকত্ব সংশোধনী বিল এবং এন.আর.সি দুটোই পশ্চিমবঙ্গে হবে। এন.আর.সি আতঙ্কে আত্মহত্যা করা মানুষজনের পরিবারকে রাজ্য সরকারের সাহায্য করা নিয়ে বিজেপি নেতা বলেন, যখন বিমুদ্রাকরণ হয়েছিল, তখনও একই গল্প ফাঁদা হয়েছিল৷ ঋণ নিয়ে ফসলের দাম না পাওয়ায় মানুষ আত্মহত্য়া করছেন, আর তৃণমূল বলছে এন.আর.সির কারণেই এই মৃত্য়ু৷ তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝাচ্ছে৷ এদের বিরুদ্ধে পুলিশ কেস হওয়া উচিত।