হাইকোর্টের রায়ের পর রাজীব কুমার হাজিরা দেননি শনিবার। রবিবার সরাসরি নবান্নে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা।
রবিবার দুপুরে আচমকাই হইচই পড়ে যায় নবান্নে। দুই সিবিআই কর্তা হাজির হন চারটি চিঠি নিয়ে।
প্রথমেই রাজ্যের মুখ্য সচিবালয় নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ছুটির দিনে চিঠি নেওয়া যাবে না বলে জানিয়ে দেন। এর পরেও সিবিআই কর্তারা অপেক্ষা করতে থাকেন। তাঁরা জরুরি হিসেবে এই চিঠিগুলি নিতে অনুরোধ করলে তাঁদের নবান্নে ঢুকতে দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজীব কুমারের খোঁজেই তাদের এই তৎপরতা। শুক্রবার হাইকোর্ট রাজীব কুমারের রক্ষাকবচ তুলে নিয়েছে। একই সঙ্গে কোর্টা জানিয়ে দিয়েছে, প্রয়োজনে সিবিআই গ্রেফতারও করতে পারে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। সিবিআই সেই দিন সন্ধ্যাতেই এডিজি সিআইডি রাজীব কুমারের বাসভবনে গিয়ে শনিবার হাজিরার জন্য নোটিস দিয়ে আসে। কিন্তু হাজিরা দেননি রাজীব। মেল করে জানিয়েছেন তিনি এক মাস আসতে পারবেন না।
এখন সিবিআই জানতে চায় ছুটি নিয়ে রাজীব কুমার কোথায় রয়েছেন। এদিন সিবিআই মোট চারটি চিঠি নিয়ে এসেছিল। এর মধ্যে দু’টি চিঠি ছিল রাজ্য পুলিশের ডিজির উদ্দেশে। বাকি দু’টি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের জন্য। ডিজির চিঠি এদিন পুলিশ গ্রহণ করলেও বাকি চিঠি দু’টি নেয়নি। এক সিবিআই কর্তা জানিয়েছেন, কোনও আইপিএস অফিসার ছুটিতে থাকলে তাঁকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবস্থান জানাতে হয়। এখন রাজীব কুমার ছুটিতে কোথায় রয়েছেন সেটাই জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।