সোমবার সকাল ১০টায় নবান্নে হাজির হল সিবিআই৷ সোমবার অফিস খুলতেই পৌঁছে যান দুজন সিবিআই আধিকারিক। প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআইকে আগেই মেলে জানিয়ে দিয়েছিলেন তিনি ছুটিতে আছেন৷ এক মাস সময় লাগবে সিবিআই দফতরে যাওয়ার জন্য।
প্রসঙ্গত, কোনও সরকারি কর্মচারি অগ্রিম ছুটি নেওয়ার ক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তাকে জানাতে হয় কী কারণে তিনি ছুটি নিচ্ছেন,ছুটি নেওয়ার ক্ষেত্রে তার পরবর্তী অবস্থান কোথায় থাকবে এবং তার মোবাইল ফোন নাম্বার, প্রয়োজনে যাতে সেই কর্মচারীকে যোগাযোগ করা যেতে পারে। ছুটি নেওয়ার ক্ষেত্রে রাজীব কুমার সেই তথ্যগুলো আদৌ জমা দিয়েছেন কিনা এবং তার অবস্থান সম্পর্কে তার ঊর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা, এই যাবতীয় তথ্য পেতে রবিবার এবং সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন পৌঁছে যান সিবিআই কর্তারা।
মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে হাজির হন সিবিআইয়ের দুজন তদন্তকারী আধিকারিক। রবিবার সরকারি ছুটি থাকার জন্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে পারেনি সিবিআই৷ সূত্রের খবর তাঁরা দেখে নিতে চাইছেন রাজীব কুমার ছুটি আগে নিয়েছিলেন না পরে নিয়েছেন৷
সিবিআই জানাচ্ছে, এই তথ্যগুলি আগামীদিনে আইনি প্রক্রিয়া সাজাতে কাজে লাগবে৷ এদিকে শনিবার দিন বারাসাত আদালতে আগাম জামিনের আর্জি জানান প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷
সোমবার সেই আগাম জামিন সম্পর্কিত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেন রাজীবের আইনজীবী৷ আগামীকাল মঙ্গলবার মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রস্তুতি নিচ্ছে সিবিআইও৷ সিজিও কমপ্লেক্স সূত্রে খবর রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বারাসাত আদালতে আবেদন জানাবেন সিবিআই কর্তারা।