নারদা মামলায় এবার চিঠি কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। পুরসভা সংক্রান্ত একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। সিবিআইয়ের তরফ থেকে ওই চিঠি দেওয়া হয়েছে।
যেহেতু কলকাতার পুরসভার প্রাক্তন ময়র শোভন চট্টোপাধ্যায়কে নারদার স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়ছিল, তাই ওই সময়ে অর্থাৎ, ২০১৪-২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরে কারা দায়িত্বে থাকতেন, তা জানতে চাওয়া হয়েছে বে সূত্রের খবর। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ৪ জনকে অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। নারদা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবারই দু’জনের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা।
যেদিন ম্যাথু স্যামুয়েলকে ডাকা হয়েছিল, সেদিন পুরসভার ভিআইপি করিডরে যারা ছিলেন, তাঁদের বয়ান নেওয়ার জন্যই তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, পুরসভার করিডরে কোনও সিসিটিভি নেই। তাই এই তিনজনের বয়ানেই ভরসা করতে হবে সিবিআইকে।
অন্যদিকে, এই স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকেও। তাঁকে ইডি তলবও করেছিল আগে।