এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন তিন নেতার শারীরিক পরিস্থিতি সংক্রান্ত মেডিক্যাল রিপোর্টে (Medical Report) সন্দেহ প্রকাশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (Cbi)। এসএসকেএম হাসপাতালের কাছ থেকে তিন নেতার শারীরিক পরিস্থিতি সম্পর্কে মেডিক্যাল রিপোর্ট তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, ইতিমধ্যেই নিজেদের পছন্দ মতো কয়েকজন চিকিৎসককে (Doctor) নিয়ে আলাদা একটি মেডিক্যাল বোর্ড (Medical Board) তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই বোর্ডই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখবে। সিবিআইয়ের তৈরি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নারদ মামলায় (Narad Case) রাজ্য-সিবিআই দ্বন্দ্ব তুঙ্গে। এবার রাজ্যের সেরা হাসপাতালের চিকিৎসকদের রিপোর্টেও সন্দেহ প্রকাশ করেছে সিবিআই। নারদ মামলায় গ্রেফতার (Arrest) হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra), রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) ও বিজেপির সঙ্গ ছেড়ে আসা শোভন চট্টোপাধ্যায় (Shovon Chatterjee) । প্রত্যেককেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আপাতত সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিন নেতা। নারদকাণ্ডে ধৃত রাজ্যের আরও এক মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) চিকিৎসা চলছে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে।
এদিকে, এসএসকেএমে ভর্তি থাকা মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তবে নারদকাণ্ডে ধৃত তিন নেতার স্বাস্থ্য সম্পর্কে সেই মেডিক্যাল বোর্ডের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিজেদের পছন্দ সই চিকিৎসকদের নিয়ে পৃথক এক মেডিকেল বোর্ড গঠন করেছে সিবিআই।
জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এই মুহূর্তে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে নারদকাণ্ডে ধৃত অপর দুই নেতা শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়েরও। হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের (Saroj Mandal) নেতৃত্বে তিন নেতার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড তৈরি করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। সেই মেডিক্যাল বোর্ডে চেষ্ট ও মেডিসিন বিশেষজ্ঞকে রাখা হয়েছে।
বুধবার দুপুরে অসুস্থ মদন মিত্রের সিটি স্ক্যান করানো হয়েছে। মদন মিত্রের শরীরে এখনও অক্সিজেনের মাত্রা (Oxygen Level) কম। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিবিআই মদন মিত্র-সহ সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে মেডিক্যাল রিপোর্ট তলব করেছে এসএসকেএম হাসপাতালের কাছ থেকে। রিপোর্টে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।