নববর্ষের দিনে নোভেল করোনায় পরিস্থিতিতে দুস্হ বিড়ি শ্রমিকদের পাশে দাঁড়ালে আর এস এস (RSS) প্রভাবিত শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ। মঙ্গলবার সকালে মালদার (Malda) কালিয়াচক (Kaliachok) ৩নং ব্লকের চরসুজাপুর গ্রামের ১৫০ জন বিড়ি শ্রমিকের পরিবারের হাতে তারা তুলে দিল আগামী এক সপ্তাহের খাদ্যদ্রব্য। স্থানীয় বিড়ি শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুরবস্হার সম্মুখীন হতে হচ্ছিল। সেই পরিস্থিতিতে এই সহায়তা তাদের মুখে হাসি যুগিয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে এই সংগঠন। বর্তমান পরিস্থিতিতেও পিছিয়ে নেই তারা। মালদা জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তারা তাদের সেবা কাজ চালাবে বলে স্থির করেছে।আজ ছিল তারই শুরুয়াতের দিন। এই সহায়তা কাজে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার, মালদা জেলা সভাপতি দেবব্রত মিশ্র, জেলা সাধারণ সম্পাদক মিঠুন মন্ডল সহ জেলার বিভিন্ন নেতৃবর্গ। বিডিও (BDO) কালিয়াচক ৩ নং ব্লক ও সদর মহকুমাশাসক মালদা এই সেবা কাজে সর্বোত ভাবে সহায়তা প্রদান করেছেন। এই সংগঠনের রাজ্য ও জেলা নেতৃবর্গ তাই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
2020-04-15