লোধা কমিটির প্রস্তাব সম্পূর্ণ কার্যকরী করার দিকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল৷ বাংলার প্রাক্তন জাতীয় ক্রিকেটারদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলার ক্রিকেট সংস্থা৷ বুধবার বৈঠকের শেষে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এখবর জানিয়ে দেন৷
তবে বিশেষ সাধারণ সভায় নেওয়া সংবিধান বদলের এই সিদ্ধান্ত কার্যকরী করার আগে ৮ অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চান সিএবি কর্তারা৷ ওই দিন সুপ্রিম কোর্টের সুনানির ফলাফল কী হয়, সে দিকে এক ঝলক চোখ বুলিয়ে নিতে চান সৌরভরা৷
এসজিএমের পর সৌরভ বলেন, ‘যদি শীর্ষ আদালত নিজেদের রায় বদল না করে তবে আমরা বাংলার প্রাক্তন জাতীয় ক্রিকেটারদের ভোটাধিকার দিতে চলেছি৷ সেটা হয়ে গেলে আমরা লোধা কমিটির প্রস্তাব সম্পূর্ণ কার্যকর করে ফেলব৷’
এমনিতে লোধা প্রস্তাবের বাস্তবায়নে ধীরে ধীরে সব পদক্ষেপই ইতিমধ্যে নিয়ে ফেলেছে সিএবি৷ শুধু এই একটি বিষয়ই যা বাকি ছিল এতদিন৷ সেটা সম্পন্ন হলে নির্বাচনের দিকে পা বাড়াতে পারবে বাংলার ক্রিকেট সংস্থা৷ এই মুহূর্তে সিএবি’র অধীনস্থ ১২১টি সংস্থার হাতে ভোটাধিকার রয়েছে৷ তার সঙ্গে যুক্ত হতে চলেছে পুরুষ ও মহিলা মিলিয়ে ১৫ জনের মতো প্রক্তন জাতীয় ক্রিকেটারের ভোট৷
স্পেশাল জেনারেল মিটিংয়ের পর সৌরভ আরও বলেন, ‘সংবিধান সংশোধনের পর আমরা নির্বাচনী আধিকারিক নিয়োগ করব৷ ৮ অগস্টের পর সময় মতো আমরা বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব৷ আপাতত আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব৷’