আগামী ১৫ জুলাই অবধি রাজ্যের কড়া করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়লেও তবে ১ জুলাই থেকে চলবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ। তবে বন্ধ থাকছে লোকাল ট্রেন, মেট্রো। সোমবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও কিছু ছাড় দেওয়া হল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। খুলছে বিউটি পার্লার, সেলুন। বাড়ছে বাজার খোলার সময়ও। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বাজার-দোকান গুলো। অন্যান্য দোকান ১১ টা থেকে ৮ পর্যন্ত খোলা থাকবে। তিনি মুখ্যমন্ত্রী মমতা আরও জানান, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলুন, পার্লার খুলতে পারে। এমনকি ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে জিমও। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বার হওয়া যাবে না। আর বিয়ে বাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি জমায়েতে অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2021-06-28