মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না, কড়া সিদ্ধান্ত বাসমালিকদের

করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল বাস সংগঠনগুলি৷ তারা জানিয়ে দিয়েছেন, মুখে মাস্ক না থাকলে আর বাসে উঠতে দেওয়া হবে না কোনও যাত্রীকে। বাস চালক ও কনডাক্টরদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও নিয়ম কতটা মানবেন বাসচালক-যাত্রীরা, তা সময় বলবে।

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ করোনার দৈনিক সংক্রমণ এ বার ১৪ হাজারের গণ্ডি ছাপিয়ে গিয়েছে। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ মাস্ক ছাড়া বেরোচ্ছেন রাস্তায়৷ মুখে মাস্ক নেই কেন? প্রশ্ন শুনতেই সটান দৌড়, অনেকে আবার এড়িয়ে যান। ন্যূনতম কোভিড বিধি মানার লক্ষণ নেই। মাস্ক থাকলেও অনেকেরই তা ঝুলছে হয় থুতনিতে, নতুবা গলায়! তাই এবার ভাইরাস রুখতে কঠোর হল বাস সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের পাশাপাশি বাস চালক ও কনডাক্টরদেরও পরা বাধ্যতামূলক।

প্রসঙ্গত, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৮ হাজার ৬১। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হচ্ছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ শহরে মোট ২ হাজার ৯৭০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, ৫৯ জন মৃতের মধ্যে শুধুমাত্র কলকাতারই বাসিন্দা ছিলেন ২০ জন। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় ১২ এবং হাওড়াতে ৬ জনের মৃত্যু হয়েছে। নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন এবং মালদহে ৫ করে কোভিড রোগী মারা গিয়েছেন।

এদিকে, শনিবার কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই বা শারীরিক দূরত্ব বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই বা শারীরিক দূরত্ব বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.