বাপ্পাই দত্ত ‘পাণ্ডু গ্রাম থেকে আরামবাগ’ গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল রাস্তায়।
যাত্রীবোঝাই বাসে আহতদের সংখ্যা পনেরো থেকে কুড়িজন স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘ দিন ধরে রাস্তার অবস্থা ছিল বেহাল অভিযোগ জানানো সত্ত্বেও গুরুত্ব দেয়নি প্রশাসন, ফলস্বরূপ নিত্যযাত্রীদের মৃত্যুর পাঞ্জা হাতে নিয়ে চলছিল প্রতিদিনের যাতায়াত।
কিন্তু, আজ পরিস্থিতি ঠেলে দেয় দুর্ভোগের দিকে সকাল ১০:৩০ মিনিটে। স্থানীয় মানুষের তত্পরতায় আহতদের ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে।
অন্যদিকে, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন ভারতীয় জনতা পার্টির মজদুর ট্রেড ইউনিয়ন আরামবাগের সভাপতি শুভাশিস দত্ত ও তার কর্মীরা এবং যাতে আহতদের দ্রুত সেবা সুশ্রুষার ব্যবস্থা করা হয় হয় সেই বিষয়ে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন।
এছাড়া প্রশাসনের তরফ থেকে আহতদের বিনামূল্যে সেবা সুশ্রুষা করা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী জানা যায় যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষরা ক্ষোভে ফুসছেন এবং শীঘ্রই তারা রাস্তায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেবে বলে মনে করা হচ্ছে।
বিশিষ্টজনের তরফ থেকে জানা যায় যে আরামবাগ প্রশাসনের হেয়ালি মনোভাবের কারণে চরম দুর্ভোগ ও আহত শিকার হল আজকের নিত্যযাত্রী ও বাসযাত্রীরা।