শক্তি বাড়িয়ে বাংলার উপকূলবর্তী এলাকার দিকে ক্রমেই এগিয়ে আসছে বুলবুল (Bulbul)। রবিবার সকালের পর সুন্দরবন দ্বীপে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় । ১২০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ এবং তার সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে। আজ শুক্রবার থেকেই বৃষ্টি শুরু উপকূলের জেলাসহ কলকাতা তদসংলগ্ন জেলাতে। ঝড়ো হাওয়া বইবে উপকূলের জেলাগুলিতে দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে জলোচ্ছ্বাসের আশঙ্কা । ঝড়ো হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়বে। অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। ভারী বৃষ্টি দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়ায়।
মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ বিকেল থেকে দীঘা,তাজপুর, মন্দারমনি, বকখালি সহ সমস্ত সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে সমস্ত সমুদ্র সংক্রান্ত বিনোদন বন্ধ করার নির্দেশ জারি করেছে প্রশাসন।
সূর্য সরকার।