গত সোমবারই রাজ্যে লোকাল ট্রেন ফের চালু করা নিয়ে বৈঠকে বসেছিল রাজ্য ও রেল কর্তৃপক্ষ। এই নিয়ে আরও বিস্তর আলোচনার জন্য আজ, বৃহস্পতিবার ফের একবার নবান্নে বৈঠকে বসে রেল ও রাজ্য। এই বৈঠকে স্থির হয় যে, প্রাথমিক ভাবে ১০-১৫ শতাংশ ট্রেন নিয়ে শুরু হবে লোকাল ট্রেনের যাত্রা। এরপর ধীরে ধীরে পরিস্থিতি বুঝে ২৫ শতাংশ পর্যন্ত ট্রেন বাড়ানো হবে।
আজকের বৈঠকে ঠিক হয় যে, সমস্ত দিক ঠিক থাকলে আগামী সপ্তাহের বুধবার থেকেই ফের রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। করোনা সুরক্ষাবিধি মেনে ট্রেন চালাতে গেলে প্রস্তুতির জন্য খানিকটা সময় চাই। এই আগের বৈঠকে কোন কোন স্টেশনে ট্রেন থামবে, এই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সূত্রের খবর, সবকটি বড় বড় স্টেশনেই থামবে ট্রেন।
লকডাউনের আগের সময়সূচী মেনেই লোকাল ট্রেন চালানো যেতে পারে বলে অনুমতি দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এছাড়া, সকালে ও বিকেলে অফিসের ব্যস্ত সময়ে ট্রেন বেশী চালানো হতে পারে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে এক গন্তব্যের দুটি ট্রেনের মাঝে সময়ের ব্যবধান বেশী থাকবে। তবে প্রতি স্টেশনেই যাত্রীদের মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব অবলম্বন করার নির্দেশ দিয়েছে রাজ্য।