BREAKING: শেষ আট মাসের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশ

২৪ ঘন্টার বিচারে শেষ ৮ মাসের মধ্যে দেশে সর্বনিম্ন করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন মাত্র ১০ হাজার ৬৪ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৭ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৮১ হাজার ৮৩৭ এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২ লক্ষ ২৮ হাজার ৭৫৩ জন। দেশে এখন করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫২৮ জন।

দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৫৬ জনের। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের।

অন্যদিকে গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে ভ্যাক্সিন ড্রাইভ। এখনও পর্যন্ত ভারতে ৩.৮১ লক্ষ স্বাস্থ্যকর্মীকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। সাতজনের শারীরিক অবস্থা এতই খারাপ যে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের মৃত্যুও হয়েছে। তবে এই মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও যোগ নেই বলে জানিয়েছে সরকার।

ভ্যাক্সিন নিয়ে ‘এইমস’-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে, ভ্যাক্সিন নেওয়ার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তাঁর শরীরে। সপমবার সকাল থেকে স্বাভাবিক কাজকর্ম করছেন তিনি। মিটিং সহ আর যা কিছু কাজ আছে, তার সবই করছেন, কিন্তু কোনও অসুবিধা হয়নি।

পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তার কোনও কারণ নেই বলেই মনে করেন তিনি। তাঁর মতে, প্যারাসিটামলের মত ওষুধ খেলেও কোনও কোনও সময় অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। ১০ শতাংশ মানুষের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.