দেশে লাফিয়ে বাড়ছে করোনা (corona)সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হল আরও ৩২৫ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন।
নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৫২০ জনের।
জুনের দ্বিতীয় সপ্তাহে করোনা আক্রান্তের হার উর্দ্ধমুখী। এরই মধ্যে কেন্দ্রের রিপোর্ট বলছে দেশের ১৫টি শহরে করোনা আক্রান্তের হার সবথেকে বেশি।
গত ১০ দিনে এই ১৫টি শহরে ৪৫-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বলছে রিপোর্ট। এর মধ্যে রয়েছে গুরুগ্রাম, ফরিদাবাদ, ভদোদরা, শোলাপুর ও গুয়াহাটির নাম। গুয়াহাটিতে গত ১০ দিনে ৫০ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। ভদোদরায় প্রতিদিন গড়ে ৫০জন করে আক্রান্ত হচ্ছেন।
পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে গুরুগ্রামে। দোসরা জুন থেকে ১২ই জুনের মধ্যে সেখানে ১৮৩৯টি নতুন করে আক্রান্তের খবর মিলেছে। এই ১৫টি শহরে সংক্রমণ ছড়ানোর হার ৬৩ শতাংশ।
ইতিমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তর প্রদেশে আগামী দুমাসে অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে সরকার। অবস্থা এতটাই খারাপ যে জুন থেকে অগস্টের মধ্যে অন্তত আইসিইউ বেড ও ভেন্টিলেটর কম পড়তে পারে বলে মনে করা হচ্ছে।