সীমান্ত চেতনা মঞ্চ, পশ্চিমবঙ্গের তরফ থেকে দক্ষিন কোলকাতা শহরতলীর গড়িয়া মোড়ের সামনে ভারত-চীন সীমান্তে শহীদ ২০ জন ভারতীয় জাওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য একটি শোক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত শোকসভায় প্রায় শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন, সবার হাতে ছিল ভারতের পতাকা আর শহীদ জওয়ান দের শেষ শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য মোমবাতি, প্রদীপ ইত্যাদি।কার্যক্রমটি শুরু হয়ে সন্ধে ৬টা নাগাদ এবং শুরুতে সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে একজন প্রতিনিধি উক্ত কার্যসভার সময়তালিকা এবং সীমান্ত চেতনা মঞ্চের সম্বন্ধে আমাদের সামনে ব্যক্ত করেন।
এলাকার উজ্জীবিত তরুণরা প্রায় ৫০ ফুট দীর্ঘ একটি জাতীয় পতাকা নিয়ে আসেন এবং কার্যক্রমে সাড়ম্বরে যোগ দেন।এরপর কার্যক্রমে উপস্থিত সকলে এক এক করে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বেদিতে গিয়ে প্রদীপ প্রজ্জলন করেন এবং অমর জওয়ানদের প্রতি পুষ্প অর্পণ করেন।এরপর সেই কার্যক্রমে উপস্থিত সকল সুধীগণ সর্বসম্মত ভাবে চৈনিক দ্রব্য বর্জন করার প্রতিজ্ঞা নিয়ে চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই কর্মসূচি থেকে আত্মনির্ভর ভারত গড়ার প্রতিশ্রুতি দেন কার্যক্রমে উপস্থিত প্রায় ১০০ জন এলাকার বাসিন্দা। কার্যক্রমটি সমাপ্ত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে।এলাকার বাসিন্দারা কার্যক্রম শেষ হওয়ার পর সীমান্ত চেতনা মঞ্চকে ধন্যবাদ জানায় এতো সুন্দর একটি কার্যক্রম অনুষ্ঠিত করবার জন্য। এলাকার এক প্রবীণ নাগরিক বলছিলেন অনেকদিন বাদে এলাকা তে একটি জাতীয়তাবাদী কার্যক্রম করার ফলে এলাকার মানুষ সীমান্ত চেতনা মঞ্চের প্রতি চির কৃতজ্ঞ থাকবে।
প্রতিবেদক- দীপন মজুমদার (Dipan Majumdar)