ভোটের মাস তিনেক আগে থেকেই রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে। এ হেন পরিস্থিতিতে কলকাতার এন্টালি এলাকা থেকে শনিবার দুপুরে উদ্ধার করা হল ২২টি তাজা দেশি কৌটোবোমা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এন্টালি থানা এলাকার স্যর সৈয়দ আহমেদ রোডের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ির একতলা থেকে ওই কৌটোবোমাগুলি উদ্ধার করা হয়। একটি ঘরের লফ্টের ভিতরে দু’টি বাক্সের মধ্যে সেগুলি লুকিয়ে রাখা ছিল। প্রসঙ্গত, কিছু দিন আগে বন্দর এলাকা থেকেও উদ্ধার হয়েছিল তা
ঘটনাস্থলে যায় এন্টালি থানা এবং লালবাজারের বম্ব স্কোয়াড। নস্যির কৌটোর থেকে একটু বড় আকারের ওই দেশি কৌটোবোমাগুলি উদ্ধারের পরে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে সেগুলি বালি চাপা দিয়ে রাখা হয়েছে। পরে তা নিষ্ক্রিয় করা হবে।
পুলিশ সূত্রের খবর, বোমা উদ্ধারের পরে প্রথমেই এলাকাটি ঘিরে ফেলেছিল পুলিশ। বিকেলে লালবাজারের বম্ব স্কোয়াড বোমা সরিয়ে নিয়ে যায়। পুলিশ জানায়, কোথা থেকে ওই বোমা এল বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি সেখানে লুকিয়ে রেখেছিল, তা জানার চেষ্টা করছে তারা। এ জন্য ওই বাড়িতে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকাটি বেশ নির্জন। ওই নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার এবং জমির মালিকদের মধ্যে কোনও বিষয়ে বিরোধ রয়েছে বলেও জানা গিয়েছে। সেই সুযোগেই কোনও দুষ্কৃতী দল ওই বোমা সেখানে মজুত করেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ওই বোমার সঙ্গে কোনও রাজনৈতিক দলের কেউ জড়িত কি না, তা নিয়ে কেউ কিছু বলতে চাননি।