ভরদুপুরে ঘরের মধ্যে ভাত বাড়ছিলেন গৃহবধূ রৌসনারা বিবি। সেইসময় আচমকা পাশের ঘরে আচমকা বিস্ফোরণের জেরে কিছুক্ষণের জন্য জ্ঞান হারান রৌসনারা। যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। এলাকার কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রৌসনারার স্বামী আব্দুল সালেম। চাঞ্চল্যকর ঘটনাটি চাঁচলের আলিয়াটোলা গ্রামের।
রৌসনারা ও আব্দুলের জানিয়েছেন, রবিবার দুপুরে রৌসনারা খেতে বসার আগে ভাত বাড়ছিলেন। তখন বাড়িতে ছিলেন না আব্দুল। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তাতেই অজ্ঞান হয়ে পড়ে যান রৌসনারা। জ্ঞান ফিরলে দেখেন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার অংশবিশেষ। কে বা কারা বোমা তা অবশ্য বলতে পারেননি তিনি।
রৌসনারার কথায়, “আমি দুপুরে ভাত বাড়ছি। আচমকা এত্ত জোরে একটা আওয়াজ! আওয়াজেই অজ্ঞান হয়ে গিয়েছি। যখন জ্ঞান ফিরল দেখি বাড়ির চাল উড়ে গিয়েছে, দেওয়াল খসে পড়েছে। আর আমার কানে তালা লেগে গিয়েছে। কিছুই শুনতে পাচ্ছি না। কোনওরকমে ছেলেদের ডেকে বললাম খবর দিতে। তারপরেই আমার স্বামী চলে আসে।”
অন্যদিকে, রৌসনারার স্বামী আব্দুল অভিযোগ করে বলেন, “আমার সঙ্গে এলাকার কিছুজন খুব ঝামেলা করেছিল। ওরা হুমকি দিয়েছিল প্রাণে মেরে দেবে। ওদের বিরুদ্ধে কেস করি। পরে বাড়িতে এসে প্রাণে মারার হুমকি দেয়। তারপর আজ তো বাড়িতেই বোমা ছুড়ল।” তবে ওই দুষ্কৃতী কারা তা স্পষ্ট করে বলেননি আব্দুল। দম্পতির দাবী, বাইরে থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। অথবা কেউ লুকিয়ে বাড়ির মধ্যে বোমা রেখে গিয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয়রা অবশ্য জানিয়েছেন, আব্দুল এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। চাঁচলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল সুবিদিত। ব্লকস্তর হোক বা পঞ্চায়েত স্তর, বিভিন্ন সময়েই বোমাবাজি বিক্ষোভের খবর লেগেই থাকে চাঁচলে। ফের এইভাবে তৃণমূল কর্মীর বাড়িতো বোমাবাজি হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে। যদিও ঘটনায় শাসক-বিরোধীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।