‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে’, এমনই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী রিপাবলিক টিভির এডিটর ইন চিফের গ্রেফতারি, জরুরি অবস্থার সময় মনে করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। যদিও মহারাষ্ট্র পুলিশ আইন মেনেই কাজ করেছে বলে অভিমত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের।
২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে। মুম্বই পুলিশ ও রায়গড় পুলিশের যৌথ বাহিনী অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় অর্ণবকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের ভ্যানে যেতে যেতে সাংবাদিকদের সামনে চিৎকার করতে থাকেন অর্ণব। ‘পুলিশ আমায় মেরেছে’, চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ।
অর্ণব গ্রেফতারি ইস্যুতে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, ‘‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা জরুরি অবস্থার সময় মনে করিয়ে দিচ্ছে।’’ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অর্ণব গোস্বামী গ্রেফতার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন।
মহারাষ্ট্র সরকার ও কংগ্রেস দলকে একযোগে আক্রমণ শানিয়েছেন তিনি। নাড্ডা বলেন, ‘‘রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যেভাবে গ্রেফতার করা হল, তাতে কংগ্রেস পার্টি এবং মহারাষ্ট্র সরকারের মানসিকতা বোঝা গিয়েছে। এটি গণতন্ত্র এবং সাংবাদিকতার নীতিগুলির জন্য একটি বড় ধাক্কা। আমি এই ঘটনার নিন্দা করি।’’
যদিও আইন মেনেই অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর মতে, ‘‘কেউই আইনের ঊর্ধ্বে নন। মহারাষ্ট্র পুলিশ আইন মেনেই পদক্ষেপ করেছে।’