দ্বিতীয় দফা ভোটের দিনেও অশান্ত বাংলা। চারিদিক থেকে উঠছে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের চোপড়ায় তৃণমূলের সন্ত্রাস রুখতে নামান হয়েছে র্যাফ। দিকে দিকে ভোটারদের ভোট দিতে না দেওয়ারও অভিযোগ উঠছে। এমনকি বিজেপির বুথ এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।
আর এরই মধ্যে একটি বিরল খবর শোনা যাচ্ছে দার্জিলিং লোকসভা (darjeeling lok sabha) কেন্দ্রের বাগডোগরা থেকে। দার্জিলিং লোকসভার কেন্দ্রের অন্তর্গত আপার বাগডোগরা বালিকা বিদ্যালয়ে ইভিএমে বিজেপির প্রতীকে ব্ল্যাক টেপ লাগানোর অভিযোগ।
বিজেপির স্থানীয় নেতৃত্ব সরাসরি এই অভিযোগ করেছে তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগের পর আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত সেখানে। আজ রাজ্যের রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দারজিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আর ভোট গ্রহণ শুরু হতেই চারিদিক থেকে তৃণমূলের সন্ত্রাসের খবর আসছে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (All India Trinamool Congress) নেতৃত্ব!