মঙ্গলবার মধ্যরাত্রি পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। অনুব্রতকে তিনদিনের ইডি হেফাজত দিয়েছেন বিচারক। আর এবার তাঁকে জেরার জন্য বিশেষ দল গড়লেন গোয়েন্দারা। নেতৃত্বে রয়েছেন দুঁদে আইপিএস, ইডির স্পেশ্যাল ডিরেক্টর সনিয়া নারাং।
কে এই সনিয়া নারাং। অত্যন্ত ডাকাবুকো হিসাবে পরিচিত এই আইপিএস। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট তিনি। ইতিমধ্যেই চোখা প্রশ্ন সাজিয়েছেন কেষ্ট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এর আগে অনুব্রত ঘনিষ্ঠ সুকন্যা মণ্ডল, রাজীব ভট্টাচার্য, মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আইপিএস অফিসার পঙ্কজ সিং। তবে এবার দুঁদে এই আইপিএসই জিজ্ঞাসাবাদ করবেন অনুব্রতকে বলে ইডি সূত্রে খবর। আইপিএস-এর অতীতের অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে, অভিযুক্তকে চোখা প্রশ্নবাণ করেন তিনি। তার সঠিক উত্তর না পেলে কড়া পদক্ষেপ করতেও পিছু পা হন না।
ইডি সূত্রে খবর, ইডি তরফে যে দল গঠন করা হয়েছে সেই দলে থাকবেন স্পেশ্যাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশ্যাল ডিরেক্টর রাহুল নবীন, দলে থাকছেন সনিয়া নারাং, থাকছেন স্পেশ্যাল ডিরেক্টর মনিকা শর্মা, এছাড়াও থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মার মতো তাবড় অফিসাররা।