শুক্রবার রাসবিহারীতে বিজেপি কর্মীদের উপরে হামলার প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি কর্মীরা। শনিবার দক্ষিণ কলকাতা জেলা বিজেপি কর্মীরা টালিগঞ্জ থানা ঘেরাও করেন। গতকালের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে টালিগঞ্জ থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর এলাকাতেই এই হামলা হয়েছে। সবকিছু শোনার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও ব্যাবস্থা গ্রহন করেননি। তাই বুঝতে পারছি, বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস আরও বাড়বে।”
গত কাল খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় তৃণমূল কর্মীদের সন্ত্রাসের শিকার বিজেপি কর্মীরা। এমন দাবি করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। রাসবিহারীর মন্ডল ১ এ বিজেপি কর্মীরা শুক্রবার চন্দ্র বসুর সমর্থনে পোস্টার মারছিলেন।। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্র বসুর অভিযোগ, বিজেপি কর্মীরা পোস্টার লাগানোর সময় তাদের ওপর হামলা চালায় তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থকরা। মালা রায়ের বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে বিজেপি কর্মীদের উপর এমন হামলার ঘটনা ঘটে।
হামলায় তিন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানান চন্দ্র বসু। তিনি অভিযোগ করেন শাসক দলের মদতেই এই সংগঠিত হামলা করা হয়েছে বলে অভিযোগ। সেইঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি করে টালিগঞ্জ থানায় আজ স্মারকলিপি জমা দিলেন বিজেপি কর্মীরা।