মথুরাপুরে ধারালো অস্ত্রের কোপে জখম হলেন এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও, তা অস্বীকার করেছে দলের স্থানীয় নেতৃত্ব।
আহত বিজেপি কর্মী সমীর মুখার্জিকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মথুরাপুরের সুধীর ঘাটের বাসিন্দা সমীরবাবু পেশায় দিনমজুর। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে। সমীরবাবুর আর্তচিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। তাঁরাই তাঁকে নিয়ে যান ডায়মন্ডহারবার হাসপাতালে।
বিজেপির জেলা নেতা, সুফল ঘাঁটু বলেন, “সমীর ওঁর বুথে ভাল কাজ করছিল। তাতেই চক্ষুশূল হয়েছিল তৃণমূলের। পরিকল্পনা মাফিক ওর উপর হামলা করে ওরা। প্রাণে মারারই চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।”
তবে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা হাসিবুর গাজি বলেন, “পারিবারিক গন্ডগোলের জেরেই হামলা হয়েছে সমীরবাবুর উপর। মিথ্যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের নাম জড়ানো হচ্ছে।”
মথুরাপুর থানায় এই ঘটনায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।