আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গায়ক বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোষ্ট করেছিলেন। আর তার জেরে বিজেপিকর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল অন্ডালের শীতলপুর কোলিয়ারী এলাকায়। আক্রান্তের নাম সেলিম আসরফি।
ঘটনায় জানা গেছে, মঙ্গলবার বিকালে তাঁর বাড়িতে একদল দুস্কৃতী আচমকা হামলা চালায়। তার বাড়িতে থাকা মারুতি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তিনি জানান, “দু’দিন আগে উখড়ায় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি তুলে পোষ্ট করেছিলাম। তারপর থেকে হুমকি আসছিল। আজ বিকালে কিছু দুস্কৃতী ভাঙচুর চালায়।” খবর পেয়ে এলাকায় যান বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই। তিনি জানান, “তৃণমূলের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ও তাদের থেকে মুখ ফিরিয়েছে। তাই নির্বাচনের আগে এভাবে হামলা করে ভয় দেখাচ্ছে। পুলিশকে জানিয়েছি। অভিযুক্তদের গ্রেফতার না করলে আন্দোলন শুরু হবে।”
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন জানান, “এধরনের সংস্কৃতি তৃণমূলের নয়। ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল।” অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
2019-03-13