বিজেপি কর্মীরা! ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ায়! শনিবার রাতের দিকে মাখলা অঞ্চলের পি এন মুখার্জি রোডে একদল বিজেপি কর্মীরা বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল।
নিজেদের আলোচনার মাঝে মাঝে তাঁরা জয় শ্রীরাম ধ্বনিও দিচ্ছিল ওই বিজেপি কর্মীরা, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকাই সেখানে এসে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় জড়ো হতে শুরু করে বিজেপি কর্মীরা। ধৃত বিজেপি নেতাদের উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হলে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানেও। নিঃশর্তে আটক বিজেপি কর্মীদের ছাড়ার দাবি জানাতে থাকেন তাঁরা।
পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ওই বিজেপি কর্মীরা অন্ধকারে বসে মদ্যপান করছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েই তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি নেতা সুমন ঘোষ অভিযোগ করেছেন, নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। ওই কর্মীরা বেশ কয়েকবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় পুলিশ শাসকদলের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করেছে।
কিন্তু পাল্টা তৃণমূল নেতা বিজন মন্ডলের অভিযোগ, নিত্যদিন ওই বিজেপি কর্মীরা মাখলা এলাকায় বসে মদ্যপান করেন। পুলিশও কিছু করে না, এদিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি কর্মীদের মুক্তি না দেওয়া হলে তাঁরা পি এন মুখার্জি রোড অবরোধ করে। শেষমেষ পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয়।
বিজেপির কর্মীদের না ছাড়ায় ফুঁসছেন তাঁরা। রবিবার সকাল থেকে আবারও উত্তপ্ত হতে পারে উত্তরপাড়ার পরিস্থিতি!