পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যেমনটা প্রত্যাশা ছিল বিজেপির, সেই প্রত্যাশা পূরণ হয়নি ঠিকই। তবে, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। তাই জনাদেশ মেনে নিয়ে খুশির সঙ্গে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। বুধবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে জয়ী বিধায়কদের এই বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। একইসঙ্গে নাড্ডা জানিয়েছেন, “নিজেদের কর্তব্য থেকে পিছপা হব না বিজেপি।”
নাড্ডা এদিন বলেছেন, “আমরা শপথ নিচ্ছি, জনাদেশ মেনে নিয়ে খুশির সঙ্গে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। বাংলায় রাজনৈতিক হিংসা, তুষ্টিকরণ এবং অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই করেছি আমরা, নিজেদের কর্তব্য থেকে কখনও পিছপা হব না আমরা।” নাড্ডা আরও বলেছেন, “যাঁদের রক্ষা করা দায়িত্ব তাঁরাই হিংসার জন্য দায়ী। তাঁরা শপথ নিতে পারেন, গণতন্ত্রে সকলের সেই অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে হিংসা সমূলে বিনাশ করব, এই শপথ নিচ্ছি আমরা।” এদিন জয়ী বিজেপি বিধায়করা শপথ গ্রহণ করেন হেস্টিংস কার্যালয়ে। শপথবাক্য পাঠ করান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন জে পি নাড্ডা।
2021-05-05